• ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৭ জ্বিলকদ ১৪৪৬

কানে ‘আলী’র বিশেষ স্বীকৃতি, যা বললেন শাকিব খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০২:৩৭ পিএম
কানে ‘আলী’র বিশেষ স্বীকৃতি, যা বললেন শাকিব খান
আদনান আল রাজীব ও শাকিব খান ছবি: কোলাজ

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি পেয়েছে আদনান আল রাজিব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন (বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি) দেওয়া হয় সিনেমাটিকে। 

শনিবার (২৪ মে) উৎসবের সমাপনী দিনে এই ঘোষণা করা হয়। বাংলাদেশের চলচ্চিত্রের এমন স্বীকৃতিতে আদনান আল রাজীবসহ পুরো ‘আলী’ টিমকে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদনের বিভিন্ন অঙ্গনের তারকারা।

কানের এই প্রাপ্তিকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক মনে করছেন সুপারস্টার শাকিব খান। এ নিয়ে শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন প্রতিক্রিয়া।

একটি ফটোকার্ড শেয়ার করে শাকিব খানের ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। শাবাশ! আদনান ও টিম “আলী”।’

শাকিব খানের শুভেচ্ছা বার্তার মন্তব্যে আদনান আল রাজীব খুবই খুশি হয়েছের। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ, শাকিব খান, আপনাকে ভালোবাসি।’
কানে ‘আলী’ সিনেমাটি  প্রদর্শিত হয় গত শুক্রবার। বিশেষ এ স্বীকৃতির পর ফেসবুকে আদনান আল রাজীব লিখেছেন, ‘এটা বাংলাদেশের জন্য। ধন্যবাদ কান চলচ্চিত্র উৎসব।’

Link copied!