• ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৭ জ্বিলকদ ১৪৪৬

চুরি করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৪:৩২ পিএম
চুরি করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি বাড়িতে ঢুকে মোবাইল চুরি করার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

রোববার (২৫ মে) গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ছাত্রলীগ নেতার নাম নাহিদ (১৯)। তিনি গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের চাইপাড়া গ্রামের জিয়া ডাক্তারের ছেলে। নাহিদ ইউনিয়নের ছাত্রলীগের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৪ মে) রাত ৩টার দিকে মিজানের বাড়িতে চুরি করতে যান নাহিদ। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন এবং ধাওয়া দিলে স্থানীয়রা নাহিদকে আটক করেন। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, চুরি করতে গিয়ে জনতার হাতে গোমস্তাপুর ইউনিয়ন ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি আটক হয় এবং খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Link copied!