সম্প্রতি বাংলা সিনেমায় ২৫ বছর পূর্তি হয়েছে সুপারস্টার শাকিব খানের। তাই অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষে বিশেষ সম্মাননা পেয়েছেন। এ ছাড়া হয়েছেন বছরের সেরা চলচ্চিত্র অভিনেতা। চারপাশে যেন শাকিব শাকিব ধ্বনি! শুধু ভক্ত-অনুরাগীরাই নয়, তার সাবেক দুই স্ত্রীও প্রাক্তন স্বামীর প্রশংসায় পঞ্চমুখ।
শুক্রবার (২৪ মে) সেরা অভিনেতা হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন শাকিব খান। সেই সঙ্গে ইন্ডাস্ট্রিতে তার ২৫ বছরের জার্নিকে সম্মাননায় ভূষিত করা হয়েছে। আর শাকিবের এই অর্জনে প্রশংসা ও অভিনন্দন জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি।
গত শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে শাকিবের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী লিখেছেন, ‘আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান।
বাংলা চলচ্চিত্রে ২৫ বছর ধরে যিনি অবদান রেখেছেন। মেরিল-প্রথম আলো পুরস্কার থেকে বিশেষ সম্মাননা পাওয়ায় অনেক বেশি অভিনন্দন।’
বুবলির এই পোস্টের পর বসে থাকেনি শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসও। ঘণ্টা পাঁচেক পর শাকিবের প্রশংসা করে ছবি সংবলিত একটি পোস্ট দিতে দেখা যায় তাকেও। ছবিতে দেখা যায়, শাকিবের হাতে রজতজয়ন্তী সম্মাননা তুলে দেওয়া হচ্ছে।
আর সেই ছবির ক্যাপশনে শাকিবকে উদ্দেশ করে অপু লেখেন, ‘অভিনন্দন, মাই কিং- শাকিব খান।’
এদিকে বুবলি ও অপুর পাল্টাপাল্টি পোস্ট আর সাবেক স্বামীর প্রশংসা নিয়ে মজা পাচ্ছেন নেটিজেনরাও। কেউ কেউ বলছেন, ‘শাকিব শুধু আপনার একারই রাজা নয়, তিনি বুবলিরও রাজা।’ অন্য কেউ লিখেছেন, ‘তিনি কি এখনো আপনার রাজা? সিরিয়াসলি?’
শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ মুক্তি পাচ্ছে কোরবানি ঈদে । রায়হান রাফীর নির্মাণে সিনেমায় অভিনয় করেছেন সাবিলা নূর ও জয়া আহসান। ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজকে।