• ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৭ জ্বিলকদ ১৪৪৬

‘নান্দাইল উপজেলা চাকরিজীবী ঐক্য পরিষদ’র আত্মপ্রকাশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৪:৫৫ পিএম
‘নান্দাইল উপজেলা চাকরিজীবী ঐক্য পরিষদ’র আত্মপ্রকাশ
নান্দাইল উপজেলা চাকরিজীবী ঐক্য পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ময়মনসিংহের নান্দাইল উপজেলাবাসীর সমন্বয়ে ‘নান্দাইল উপজেলা চাকরিজীবী ঐক্য পরিষদ’ নামের একটি সমাজসেবামূলক অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

সম্প্রতি রাজধানীর রামপুরায় স্টার জব একাডেমিতে অনুষ্ঠিত এক আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে আয়কর বিভাগে কর্মরত মো. মাহাবুব আলমকে আহ্বায়ক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত মো. রাসেল মিয়াকে সদস্যসচিব করে ২৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যারা আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

আহ্বায়ক কমিটিতে মো. জুনাঈদ হোসেন, মো. আকরাম হোসেন ও এ কে এম পরশ সরকারকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।

এ ছাড়া মো. আব্দুল্লাহ আল মাসুম, মো. সুমন মিয়া, শাহ পরান ভূঁইয়া, মো. আজিজুল হক, মো. অমিত হাসান মামুন, মো. আরিফুর রহমান, শরীফ শাহ্আলম, মো. আব্দুল মোমেন, সাজ্জাদ এম. রিহান, মো. মমতাজুল ইসলাম (নাঈম), মো. কিরণ মিয়া, মাহমুদা আক্তার হোসাইনি, মো. আমিনুল ইসলাম, মো. মোখলেছুর রহমান ফরিদ, রাকিবুল ইসলাম, নূর মামুন, মো. রাজন মিয়া, মো. শরীফুল ইসলাম সরকার, মো. জাহাঙ্গীর আলম, ও মো. কামরুল ইসলাম সাকিলকে সদস্য করা হয়েছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের বহুদিনের স্বপ্ন ছিল ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নান্দাইলবাসীর সমন্বয়ে একটি সমাজসেবামূলক অরাজনৈতিক সংগঠন গঠন করা। এ লক্ষ্যে কয়েকজনের প্রচেষ্টায় তারা চাকরিজীবীদের নিয়ে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে আলোচনা করেন। পরবর্তীতে  ‘নান্দাইল উপজেলা চাকরিজীবী ঐক্য পরিষদ’ নামে একটি পরিষদ গঠন করার সিদ্ধান্ত নেয়। এই পরিষদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হবে নিজেদের মধ্যে সুসম্পর্ক, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সমাজের অসহায়, মেধাবী ও দারিদ্র্য জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো।

আহ্বায়ক মো. মাহাবুব আলম ও সদস্যসচিব মো. রাসেল মিয়া। ছবি : সংগৃহীত

এ বিষয়ে নান্দাইল উপজেলা চাকরিজীবী ঐক্য পরিষদের সদস্যসচিব রাসেল মিয়া বলেন, “ঢাকায় সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের নান্দাইলের অনেকেই কাজ করেন। সবাইকে কীভাবে একটা প্ল্যাটফর্মে আনা যায়, এ বিষয়ে কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করেন। আমিও অনেকদিন ধরে এমনটি ভাবছিলাম। তাই তাদের সঙ্গে সহমত পোষণ করি। এ লক্ষ্যে আমরা প্রথমে পরিচিতদের সঙ্গে কথা বলি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিজ্ঞপ্তি দিই। এতে অনেকের সাড়া পাই এবং পরবর্তীতে আলোচনা করি। সর্বশেষ মতবিনিময় সভায় সবার মৌখিক সিদ্ধান্তে আমাকে সদস্যসচিবসহ একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছি। নির্ধারিত সময়ে উপযুক্ত একটি কমিটি উপহার দেওয়ার চেষ্টা করব।”

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আহ্বায়ক মাহবুব আলম বলেন, “দীর্ঘদিন পর হলেও ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নান্দাইলবাসী একত্রিত হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। আমাদের এই সংগঠন একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। এখানে আমরা নিজেরা সবসময় ঐক্যবদ্ধ থাকব। সবার বিপদ-আপদে পাশে দাঁড়াব।”

মাহবুব আলম আরও বলেন, “ঢাকায় যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তাদের সবাইকে এই পরিষদে কীভাবে যুক্ত করা যায় সেই পরিকল্পনা করছি। শুধু ঢাকায় নয়, নান্দাইলের শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অঞ্চলে আমাদের সেবামূলক কাজ করার পরিকল্পনা রয়েছে। সবার সহযোগিতা পেলে ভালো কিছু হবে বলে আশা করছি।”

জনসংযোগ বিভাগের আরো খবর

Link copied!