• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

‘আমার সঙ্গে প্রেম অথচ লিভ ইন চলে অন্য নারীর সঙ্গে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৫:৫৫ পিএম
‘আমার সঙ্গে প্রেম অথচ লিভ ইন চলে অন্য নারীর সঙ্গে’

টালিউড অভিনেত্রী নয়না গাঙ্গুলি তিন বছর আগে প্রেমে পড়েছিলেন কলকাতার এক নৃত্যশিল্পীর। তবে সেই সম্পর্কই তার জীবনে নিয়ে আসে ভয়ঙ্কর অভিজ্ঞতা। প্রেমের আড়ালে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন অভিনেত্রী। দীর্ঘ নীরবতা ভেঙে সম্প্রতি সামাজিক মাধ্যমে খোলামেলা অভিযোগ করেন তিনি।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নয়না লেখেন, “কিছু ব্যক্তিগত বিষয় এবার আপনাদের জানানোর সময় এসেছে। তিন বছর ধরে আমি সেভাবে কোনো মাধ্যমে কাজ করিনি। কাজ না করার কারণটা ভীষণ ব্যক্তিগত ছিল। তবে এবার বাধ্য হলাম সামনে আসতে।”

তিনি জানান, শেষ কয়েক বছর কলকাতার কোরিওগ্রাফার টুবান চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্কে তিনি বারবার শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং আর্থিক ক্ষতিও হয়েছে।

নয়নের দাবি, প্রেমিক একাধিক নারীর সঙ্গে সম্পর্ক করেছেন এবং এমনকি অন্য নারীর সঙ্গে লিভ-ইন সম্পর্কেও জড়িয়েছিলেন। এ বিষয়ে প্রশ্ন করলে সে বিষয়টি অস্বীকার করেন।

অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে কলকাতার পাটুলি থানা পুলিশ টুবান চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। সোমবার তাকে আদালতে তোলা হয়।

অভিনেত্রী জানিয়েছেন, আর কখনো চুপ করে থাকবেন না। নিজের মতো আরও অনেক নারীকে উৎসাহ দিতে চান তিনি, যাতে নির্যাতনের শিকার হয়ে নীরব না থেকে মুখ খোলেন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!