করণ জোহরের ‘কফি উইথ করণ’ চ্যাট শোয়ের অতিথি হয়ে এসে সালমান খান জানিয়েছিলেন, তিনি ভার্জিন। বলিউড ভাইজানের এমন কথায় মজা করতে ছাড়েননি টাইগার শ্রফ। জানালেন, সালমানের মতো তিনিও ভার্জিন।
আরবাজ খানের ‘পিঞ্চ’ নামের চ্যাট শোয়ে অতিথি হয়ে এসে হাজির হয়েছিলেন টাইগার শ্রফ। সেখানে ভক্তদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় তাকে নিয়ে হওয়া ট্রোল নিয়েও কথা বলেন।
নেটিজনরা ট্রোল করে বলেন, টাইগার হিরো নন। তিনি হিরোইন। জ্যাকি শ্রফের ছেলে হিসেবে তাকে মনে হয় না। এমন ট্রলের জবাবে টাইগার বলেন, “যে তোমায় নিয়ে ট্রোল করছে তুমি তার উপর প্রভাবে ফেলতে পারছ বলেই সে কিন্তু ট্রোল করছে।”
এ সবের মধ্যেই এক ভক্ত টাইগারকে জিজ্ঞাসা করেন, “তিনি কি ভার্জিন?” সেই প্রশ্ন টাইগারকে আরবাজ পৌঁছে দিতেই এক মুহূর্ত চিন্তা করেই টাইগারের সটান উত্তর, “সালমন খানের মতো আমিও ভার্জিন।”
টাইগারের উত্তর শুনে অবশ্য হাসি চাপতে পারেননি আরবাজ। টাইগারকেও হাসতে দেখা গিয়েছে। তাদের দুজনের এমন মজাদার প্রশ্ন-উত্তরের খেলায় চ্যাট শোটি জমে উঠেছিল।
চ্যাট শোটি দেখুন—