• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

নুসরাতের সন্তানকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন স্বামী নিখিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৫:৫৫ পিএম
নুসরাতের সন্তানকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন স্বামী নিখিল

অপেক্ষার পালা শেষ হয়েছে আজ। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। কলকাতার পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে দুপুরে তার কোলজুড়ে আসে নতুন অতিথি। হাসপাতালের পাচ শ ১১ নম্বর বেডে মা ও নবজাতক সুস্থ আছেন।

এদিকে নুসরাতের সন্তান হওয়ার খবর পৌঁছেছে প্রাক্তন স্বামী নিখিল জৈন। স্বাভাবিকভাবেই তিনি ফোন করে নুসরাতের কোনো খোঁজ নেননি। তবে জানিয়েছেন প্রতিক্রিয়া।

ভারতীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, “আমি জানি নুসরাতের ছেলে হয়েছে। কিন্তু নুসরাতকে আমি এ নিয়ে আলাদা করে ফোন বা যোগাযোগ করতে চাই না। ওর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। তবে কামনা করি, সুস্থ থাকুক ছেলে, সুন্দর করে বড় হয়ে ওঠুক। অনেক শুভেচ্ছা জানাচ্ছি।”

২০১৯ সালে নুসরাত জাহান ভালোবেসে বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। তবে বছর গড়াতেই তারা আলাদা হয়ে যান। নুসরাত জানান, রেজিস্ট্রি করে নয়, কেবল ধর্মীয় রীতিতেই বিয়ে করেছিলেন তারা। সেজন্য আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদের প্রয়োজন বোধ করেননি অভিনেত্রী। যদিও এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন নিখিল। সেটি এখনো চলমান রয়েছে।  

Link copied!