• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থীর মৃত্যু

‘রাস্তায় লাশের মিছিল জননী তুমি ঘুমাও কিভাবে’


রাবি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ০৫:৪৮ পিএম
‘রাস্তায় লাশের মিছিল জননী তুমি ঘুমাও কিভাবে’

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সোহাগ মিয়ার মৃত্যুতে বাসচালক ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের এমবিএ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন সোহাগ।

রোববার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড প্রদর্শন ও বক্তব্যের মাধ্যমে মৃত্যুর সঙ্গে জড়িত চালক ও অন্যান্যদের শাস্তির দাবি জানান। প্ল্যাকার্ডগুলোতে ছিল, রাস্তায় লাশের মিছিল জননী তুমি ঘুমাও কিভাবে? জীবনের মূল্য অর্থ নয় হত্যাকারীর বিচার চাই, বয়কট ন্যাশনাল ট্র্যাভেলস, ডিজিটাল বাংলাদেশের এ কোন বিধান, সড়কে কেন দিতে হবে হাজার হাজার প্রাণ,আমার ভাইয়ের লাশ রাস্তায় কেন? ইত্যাদি।

মানববন্ধনে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বেলাল হোসেন বিপ্লবের সঞ্চালনায় শিক্ষার্থীরা বলেন, “সড়ক দুর্ঘটনা রাষ্ট্রের কত বড় সংকট তা আমরা বুঝতে পারছি। সমাজ আজ স্বপ্নবাজ মানুষদের হারাচ্ছে। আমরা যারা আজ রাস্তায় দাঁড়িয়েছি তা থেকে সরকারকে জানাই সরকার নীতিগত সিদ্ধান্ত নিক। আমরা চাই  নীতিগত সিদ্ধান্ত মধ্যে দিয়ে সুষ্ঠ ও নিরপেক্ষ বিচার। বাসের চালকগুলো যদি অভিজ্ঞ থাকতো তাহলে রাস্তায় এমন দুর্ঘটনা হতো না আমরা চাই রাস্তা গুলো যেন সংস্করণ করা হয়।”

মানববন্ধনে বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, “আমরা যে গ্রুপ এখানে রাস্তায় দাঁড়িয়েছি এক গ্রুপ শিক্ষক আরেক গ্রুপ ছাত্রছাত্রী। আমাদের এই দুই গ্রুপের রাস্তায় মেনে আসার কোনো কারণ নাই। আমরা বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কক্ষ থেকে আমরা পাঠ দান করি ছাত্ররা পাঠ গ্রহণ করে। আমাদের স্বাভাবিক কার্যক্রম শ্রেণীকক্ষে তা বাদ দিয়ে আমাদের রাস্তায় কথা বলতে হচ্ছে। সোহাগের চলে যাওয়ায় হিসাব বিজ্ঞান পরিবার, তার পরিবার ও জাতির জন্য বিরাট ক্ষতির কারণ। আমরা চাই এ ঘটনাগুলো বন্ধ হোক। এক চালক রাতে গাড়ি চালিয়ে আসছে সকালে আবার তাকে গাড়ি দেওয়া হচ্ছে। তার কোনো রেস্ট নাই। তারা চালক দিয়ে গাড়ি চালাচ্ছে, মাদক গ্রহণ করছে, গাড়ির ফিটনেস নেই। আমরা এ সকল কিছুর অবসান চাই। আমরা চাই না কোনো শিক্ষার্থীর জীবন সড়ক পথে চলে যাক। মানববন্ধন থেকে সরকারের কাছে পৌঁছে দিতে চাই আমরা এমন অকাল মৃত্যু চাই না।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. কারিমুল ইসলাম, তৃতীয় বর্ষের মো. তানিম, চতুর্থ বর্ষের শিক্ষার্থী কেএম নাফিস,তানজিন জাহান সূচি, মো. তৌফিক ও মুস্তাক আহমেদ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাঈনউদ্দীন, অধ্যাপক সাইয়েদুজ্জান, প্রক্টর মো. লিয়াকত আলী, ছাত্র উপদেষ্টা তারেক নুর মামুম, অধ্যাপক শাহ আলম, অধ্যাপক এম  হুমায়ুন কবির, অধ্যাপক ড. দিল আরাসহ তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Link copied!