• ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, ০৯ মুহররম ১৪৪৬

চবির প্রশাসনিক ভবনের গেটে তালা, অবরুদ্ধ ভিসি-প্রো-ভিসি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৭:৪৩ পিএম
চবির প্রশাসনিক ভবনের গেটে তালা, অবরুদ্ধ ভিসি-প্রো-ভিসি
ঘটানাস্থল। ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিতর্কিত শিক্ষক ও হত্যাচেষ্টা মামলার আসামি ড. কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতিতে বোর্ড স্থগিতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ সময় ভিসির কক্ষে আসামি ড. কুশল বরণ চক্রবর্তীর উপস্থিত হলে শিক্ষার্থীরা গেটে তালা লাগায়। বর্তমানে ভিসি,প্রো-ভিসিসহ প্রশাসনিক কর্মকর্তারা অবরুদ্ধ অবস্থায় আছেন।

শুক্রবার(৪ জুলাই)বিকেল তিনটায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্র প্রতিনিধিরা বোর্ডের বিষয়ে কথা বলতে ভিসি কক্ষে প্রবেশ করলে একপর্যায়ে সেখানে উপস্থিত হয় কুশল বরণ এবং বলেন আমি কুশল বরণ। পরবর্তীতে তাকে প্রশাসনিক ভবনের অন্য  কক্ষে নিয়ে যাওয়া হয়।

হাবিবুল্লাহ খালেদ নামের শিক্ষার্থী বলেন, “আমরা যখন ভিসি স্যারের কক্ষে প্রবেশ করলাম,তখন তিনি বললেন ভিসি কক্ষে প্রবেশের নিয়ম আছে। কিন্তু আমার প্রশ্ন একজন খুনি কীভাবে ভিসির কক্ষে প্রবেশ করে, তখন ভিসি স্যারের  নিয়ম কোথায় যায়?”

ইতিহাস বিভাগের শিক্ষার্থী উৎস মাহমুদ বলেন,“আমরা নিজেদের রক্ত দিয়ে এই ক্যাম্পাসকে ফ্যাসিবাদমুক্ত করেছি। কিন্তু প্রশাসন বিচার তো পরের কথা উলটো ফ্যাসিবাদীদের প্রমোশন দিচ্ছে,আমরা ভিসি, প্রো ভিসিসহ প্রশাসনকে এর জবাবদিহিতা চাইতে তাদের অফিসে যাই। এসময় একজন খুনি কুশল অফিসে প্রবেশ করে। প্রশাসন নিজে তাকে ডেকে এনেছে। এই প্রশাসন জুলাই এর গাদ্দার। যতক্ষণ না পর্যন্ত এই প্রশাসন জবাবদিহিতা করবে তাদের আটকে রাখা হবে।সমাধান না আসলে আমরা ভিসি অফিসের পানির লাইন, কারেন্ট লাইন সব বন্ধ করে দেবো।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়াহিয়া আখতার বলেন, “আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট না, আমরা কোয়াসি জুডিশিয়াল বোর্ড। কাউকে জেল জরিমানা দিতে পারি না।”

উল্লেখ্য, অভিযুক্ত কুশল বরণ চক্রবর্তী আলোচিত আইনজীবী আলিফ হত্যা মামলার চার্জশিটভুক্ত ২০ নম্বর আসামি। এ ছাড়া তিনি সরাসরি জুলাইবিরোধী কাজে অংশগ্রহণ করে বলে অভিযোগ রয়েছে। সেইসঙ্গে  জুলাই পরবর্তী সরকারকে আন্তর্জাতিক মহলে  প্রশ্নবিদ্ধ করার জন্য বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত এই শিরোনামে অনেকগুলো আন্তর্জাতিক সেমিনার করেছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
 

Link copied!