• ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করবে জবির নৃবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০২:৪৮ পিএম
নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করবে জবির নৃবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন নৃবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো অনলাইন ভোটিংয়ের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নিয়েছে। এই নির্বাচনকে ঘিরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে উৎসাহ দেখা গেছে।

নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন সাবেক কমিটির সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন, বর্তমান কমিটির সভাপতি জাহিদুল ইসলাম সৈকত, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ সজল এবং বিভাগের অ্যালামনাই ও সহকারী অধ্যাপক জনাব আব্দুল কুদ্দুস। এই ৫ জন মিলে গঠিত নির্বাচন পরিচালনা পরিষদ গত ২রা জুলাই, ২০২৫ তারিখে নির্বাচনের তফসিল ঘোষনা করেছেন। নির্বাচনী তফসিল অনুযায়ী, প্রার্থীতা দাখিল শুরু হয়েছে ৩রা জুলাই থেকে, যা চলবে ৮ই জুলাই পর্যন্ত। প্রার্থীতা যাচাই-বাছাই হবে ৯ই জুলাই এবং প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ থাকবে ১০-১১ জুলাই পর্যন্ত। ১২ই জুলাই নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৩-২৪ জুলাই পর্যন্ত। মূল নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫শে জুলাই, শুক্রবার।

নির্বাচন পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গ্রহণ হবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। এতে প্রতিটি ভোটার কেবল একবার ভোট দিতে পারবেন এবং একই ভোটার একাধিক ই-মেইল আইডি ব্যবহার করে ভোট দিতে পারবেন না। এটি একটি স্বচ্ছ ও আধুনিক নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করার অংশ হিসেবেই নেওয়া হয়েছে।

এই বিষয়ে নির্বাচন পরিচালনা পরিষদের অন্যতম সদস্য ও বিভাগের সহকারী অধ্যাপক জনাব আব্দুল কুদ্দুস বলেন, “নেতৃত্ব বাছাইয়ের সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম হলো নির্বাচন। এই গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই অ্যালামনাইয়ের নেতৃত্ব নির্বাচিত হবে এবং তারা বিভাগীয় উন্নয়নেও ভূমিকা রাখবেন। এজন্যই এবারের নির্বাচনে অনলাইন ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে।”

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি এবং নির্বাচন পরিচালনা পরিষদের অপর সদস্য মো. জাহিদুল ইসলাম সৈকত বলেন, “এই নির্বাচন আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক বন্ধনকে শক্তিশালী করবে। প্রতিটি ভোট ও অংশগ্রহণ সংগঠনকে এগিয়ে নেবে নতুন উচ্চতায়।”

নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য এবং বর্তমান সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ সজল বলেন, “নৃবিজ্ঞান বিভাগকে আমরা একটি পরিবার মনে করি। শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধনের দায়িত্বে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আশাবাদী, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরি হবে এবং সংগঠন আরও গতিশীল হবে।” 

প্রার্থী হতে আগ্রহীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অন্যান্য পদে মনোনয়ন পেতে হলে নির্দিষ্ট ব্যাচের অ্যালামনাই হতে হবে এবং নির্ধারিত ফি জমা দিয়ে ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে।

Link copied!