• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে মানববন্ধন


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুন ৮, ২০২২, ০২:৫০ পিএম
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে মানববন্ধন

মহানবী (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বুধবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরপর বেলা পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সামনের সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি মুরাদ চত্বর, পুরাতন কলাভবন, ছবি চত্বর হয়ে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ভারতে মহানবী (সা.) ও হজরত আয়েশাকে (রা.) নিয়ে অবমাননার প্রতিবাদে অবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার জোর দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলামবিদ্বেষীদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলে বিতর্কের সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন নূপুর শর্মা। একই বিষয় নিয়ে আবার টুইটারে পোস্ট দেন নাবীন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মুসলিম বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে এর প্রতিবাদ জানিয়েছে।

Link copied!