জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে মো. মুস্তাফিজুর রহমান এবং মুখ্য সচিব (জিএস) পদে মো. রেদওয়ানুল সরকার রিফাত নির্বাচিত হয়েছেন।
রোববার (৯ জানুয়ারি) বিকাল তিনটায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। এর আগে, সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ক্রীড়া সচিব পদে মো. মোস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক সচিব পদে মেহনাজ মোসতাফী অরনি, মহিলা মিলনায়তন সচিব পদে ফারাহ বিনতে হাবীব প্রিতু, যুগ্ম সচিব (এজিএস) পদে জাহিদুল ইসলাম জিহান, ছাত্রকল্যাণ সচিব পদে মো. রনি হোসেন নির্বাচিত হয়েছেন।
এছাড়া প্রচার সচিব পদে বঙ্গনূর খান জয়, পাঠাগার সচিব পদে মো. হাসিবুল হাসান, সাহিত্য সচিব পদে মো. আদনান সাইফ, সেমিনার সচিব পদে মো. পারভেজ ও সহকারী ক্রীড়া সচিব পদে কে. এম আবদুল্লাহ আল সাদ নির্বাচিত হয়েছেন।
নব-নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, আগে থেকেই শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে কাজ করেছি এবং ভবিষ্যতেও করব। পদার্থবিজ্ঞান ছাত্র সংসদকে কার্যকরী ও আরও গতিশীল করার জন্য শিক্ষার্থীদের নিয়ে কাজ করব। এছাড়া বিভাগে শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার চেষ্টা করব।