• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বঙ্গবন্ধু স্কলার হলেন জাবি শিক্ষার্থী পূজা


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০২:৫৭ পিএম
বঙ্গবন্ধু স্কলার হলেন জাবি শিক্ষার্থী পূজা

বঙ্গবন্ধু স্কলার নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী প্রীথুলা প্রসূন পূজা।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য পূজা নিজেই জানিয়েছেন। এর আগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নাসরীন আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের স্নাতকোত্তর পর্যায়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে ১৩টি অনুষদের ১৩ জন অনন্য মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু স্কলার’ হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে কলা ও মানবিক অধিক্ষেত্র থেকে নির্বাচিত হয়েছেন জাবির দর্শন বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী পূজা। তিনি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী।

এছাড়া তালিকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সাতজন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় থেকে একজন করে রয়েছেন।

পূজা বলেন, “মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শিক্ষাসহায়তা ট্রাস্টের এই অসাধারণ উদ্যোগের জন্য আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীকে অকুণ্ঠচিত্তে ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। এই পুরস্কারের ক্ষেত্রে শিক্ষার্থীদের যোগ্যতার সঠিক বিচারের জন্য একাডেমিক সাফল্যের পাশাপাশি এখানে সকলের শিক্ষা সহায়ক কর্মকাণ্ডের অভিজ্ঞতা, নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা ও সাফল্যকেও বিবেচনা করা হয়েছে। ফলে শুধু শিক্ষার্থী হিসেবেই নয়, সত্যিকারের সোনার মানুষ হওয়ার পথে শিক্ষার্থীরা কতদূর অগ্রসর হয়েছে বা হচ্ছে সেদিকেও সমান নজর রাখা হয়েছে।”

জাবি শিক্ষার্থী আরও বলেন, “দেশের খ্যাতনামা সব প্রতিষ্ঠান হতে নির্বাচিত ১৩ জনের একজন হতে পারা অবশ্যই ভীষণ আনন্দের। এছাড়া বিশেষতই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রদেয় ‘বঙ্গবন্ধু স্কলার’ এ অভিষিক্ত হতে পারা আমার কাছে যেমন গৌরবের তেমনি দেশ ও জাতির জন্য কিছু করতে পারার এক অতুলনীয় অনুপ্রেরণা।”

Link copied!