• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

এইচএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে: শিক্ষামন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ০৫:৪১ পিএম
এইচএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “চলতি বছরের আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী প্রায় ১৪ লাখ। গত বছরের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩৩ হাজার ৯০১।”

এইচএসসি বা সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত পরিবেশে সম্পন্নের লক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের আগে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা হয়।

আগামী ২ ডিসেম্বর উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষা শুরু হবে। 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!