• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬
শেখ কামালের জন্মবার্ষিকী

ইবি শাখা ছাত্রলীগের দোয়া মাহফিল


ইবি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২২, ০৬:৪৭ পিএম
ইবি শাখা ছাত্রলীগের দোয়া মাহফিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

শুক্রবার (৫ আগস্ট) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই আয়োজন হয়।

দোয়া মাহফিলে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ প্রায় শতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া-মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও কাম খতিব ড. আ স ম শোয়াইব আহমেদ।

এসময় শেখ কামাল ও আগষ্ট মাসে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও দেশরত্ন শেখ হাসিনা ও তার পরিবার, দেশ ও জাতির কল্যাণ এবং ইবি শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাফল্য কামনায় দোয়া করা হয়।

Link copied!