• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে গাছের চারা


নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ০৭:০২ পিএম
প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে গাছের চারা

পরিবেশ রক্ষায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবেশ বিষয়ক সংগঠন ‘কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (কোয়েন)’। ক্যাম্পাসে পড়ে থাকা প্লাস্টিক বোতল জমা নিয়ে বিনিময়ে শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিচ্ছে সংগঠনটি।

রোববার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর সামনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

জানা যায়, বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ এর প্রতিপাদ্য বিষয় ‘বিট প্লাস্টিক পলিউশন’কে সামনে রেখে এ আয়োজনের উদ্যোগ নেয় কোয়েন। এর মাধ্যমে ক্যাম্পাসের প্রায় ৩৫ কেজি প্লাস্টিক বোতল সংগ্রহ করে সংগঠনটি। বিনিময়ে শিক্ষার্থীদের মাঝে ১৫০টি গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আব্দুল বাকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ভুঁঞা, শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) ও ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাহাবুবুর রহমান, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. আনিসুজ্জামান রিমন।

এছাড়া পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. মো. আব্দুস সালাম, শাহরিয়ার মোহাম্মদ আরিফুর রহমান, সঞ্জয় সাহা সনেট, মোহাম্মদ কামরুজ্জামান তুষার উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামান। 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!