• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

এশিয়ার সেরা গবেষক নোবিপ্রবি অধ্যাপক শফিকুল


নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ০৮:৫৮ পিএম
এশিয়ার সেরা গবেষক নোবিপ্রবি অধ্যাপক শফিকুল

এশিয়ার সেরা গবেষক নির্বাচিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিকুল ইসলাম।

সম্প্রতি বিজ্ঞানভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেন।

জানা যায়, মেডিকেল অ্যান্ড সাইন্স এবং ফার্মেসি অ্যান্ড ফার্মেসিউটিক্যাল সাইন্স ক্যাটাগরিতে নোবিপ্রবির এই অধ্যাপক  শীর্ষ গবেষকের স্থান অর্জন করেন।

এ বিষয়ে অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণায় এগিয়ে যাচ্ছে। আমরা চাই, আরও বেশি সংখ্যক শিক্ষক-শিক্ষার্থীর গবেষণায় অংশগ্রহণের মাধ্যমে নোবিপ্রবি গবেষণায় নেতৃত্ব দিবে। আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণায় বরাদ্দ দিয়ে আসছে। এটি বাড়ানো গেলে গবেষণা আরও বৃদ্ধি পাবে। গবেষকদের আরও আগ্রহী করার জন্য বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি দেওয়া দরকার।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!