• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

স্টামফোর্ডে সংবাদ উপস্থাপনা কর্মশালা


স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২, ১১:০২ এএম
স্টামফোর্ডে সংবাদ উপস্থাপনা কর্মশালা

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে সংবাদ উপস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন চ্যানেল টোয়েন্টিফোরের বার্তা সম্পাদক ও সংবাদ উপস্থাপক ইসরাত আমিন এবং এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও সংবাদ উপস্থাপক শেখ মহিউদ্দিন মধু।

কর্মশালা নিয়ে ফোরামের সভাপতি আকরাম হোসেন নাঈম জানান, বর্তমান তরুণ প্রজন্মের কাছে সংবাদ উপস্থাপনা একটা স্বপ্ন। উপস্থাপনা শুধু সংবাদের ক্ষেত্রে প্রয়োজন এমনটা নয়, যেকোনো ক্ষেত্রেই উপস্থাপনা খুব প্রয়োজনীয়। এসব বিষয় বিবেচনা করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম নিউজ প্রেজেন্টেশন কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও রেজিস্ট্রেশনের মাধ্যমে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন। কর্মশালা শেষে সফল অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হবে এবং সনদ দেওয়া হবে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!