• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

প্লাস্টিকের বোতলের বিনিময়ে মিলছে গাছের চারা


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ০৩:০১ পিএম
প্লাস্টিকের বোতলের বিনিময়ে মিলছে গাছের চারা

প্লাস্টিকের দূষণ থেকে পরিবেশকে রক্ষা করতে অভিনব উপায় বের করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ’। প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ করছেন সংগঠনটির সদস্যরা। এতে সাড়াও মিলছে ব্যাপক।

পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রম এই কর্মসূচির আয়োজন করে ‘ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ’।

রোববার (৬ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বিজয় সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে একটি পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বিনিময়ে শিক্ষার্থীদের একটি করে চারা গাছ উপহার দেন সংগঠনের সদস্যরা।

’ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ’-এর প্লাস্টিকের গাছ বিতরণ কর্মসূচির সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস সাদিয়া বলেন, প্লাস্টিকের বোতল যত্রতত্র ফেলায় পরিবেশের জন্য হুমকি সৃষ্টি হচ্ছে। সে বিষয়ে সচেতনতার লক্ষ্যে আমরা প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছ বিতরণ করছি এবং এই বোতলগুলো কেটে টব বানিয়ে আবার গাছ লাগিয়ে বিভিন্ন স্কুলে বিতরণ করবো। কর্মসূচিতে ৪৫০টি বোতল জমা পড়েছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী প্রীতি বলেন, “পরিবেশ থেকে প্লাস্টিক অপসারণ করা এবং একই সঙ্গে গাছের চারা বিতরণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা তৈরি করার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এ ধরণের উদ্যোগ সব সময় অব্যাহত রাখা প্রয়োজন।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!