• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঢাবিতে ভর্তিচ্ছুকদের সহায়তায় শাবিপ্রবি ছাত্রলীগ


নাঈম আহমদ শুভ, শাবি
প্রকাশিত: জুন ৩, ২০২২, ০৫:৫৩ পিএম
ঢাবিতে ভর্তিচ্ছুকদের সহায়তায় শাবিপ্রবি ছাত্রলীগ

বিভাগীয় কেন্দ্র হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের পানি, তথ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সহায়তা করেছে শাখা ছাত্রলীগ।

শুক্রবার (৩ জুন) বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ‘গ’ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা করে শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে স্থাপিত টেন্টে সুপেয় পানি, কলমসহ আনুষঙ্গিক জিনিসপত্র, অভিভাবকদের বসার জায়গাসহ শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করে তারা। এছাড়া ভর্তিচ্ছুদের নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছে দিতেও কাজ করেছে ছাত্রলীগের ‘জয় বাংলা বাইক সার্ভিস’।

এসময় উপস্থিত ছিলেন- শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সমাজ বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ, সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ, সাবেক সদস্য মাহবুবুর রহমান, ছাত্রলীগ নেতা তারেক হালিমী, রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, সমাজবিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরকার প্রমুখ।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!