• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২, ২৬ সফর ১৪৪৬

ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ১২:৩৫ পিএম
ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
নিহত সঞ্জয় বাড়াইক। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে সঞ্জয় বাড়াইক (২৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে হলের নবনির্মিত রবীন্দ্র ভবনের ছাদ থেকে পড়ে যাওয়ার এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন  সঞ্জয় বাড়াইক।

জগন্নাথ হলের স্টাফ মানিক কুমার দাস জানান, সকাল ৫টা ৪০ মিনিটের দিকে ভিকটিমকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে হলের অন্য স্টাফদের খবর দেন এবং তাদের সহযোগিতায় সকাল ৬টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার করে তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সঞ্জয়ের বাড়ি সিলেটে। কর্তৃপক্ষের মাধ্যমে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।” 

Link copied!