• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের তথ্য চেয়েছে মাউশি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩, ০৩:১০ পিএম
২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের তথ্য চেয়েছে মাউশি
২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের তথ্য চেয়েছে মাউশি। ছবি: সংগৃহীত

বৃত্তির কোটা বন্টনের জন্য দেশের ০৯টি শিক্ষা বোর্ডের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট ছকে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাউশি।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বণ্টনের জন্য ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্য নিম্নোক্ত ‘নমুনা ছক’ ছক অনুসারে আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে ই-মেইল ([email protected]) এবং হার্ডকপি মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরাবর পাঠাতে হবে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!