• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

জাবির ষষ্ঠ সমাবর্তন ২৫ ফেব্রুয়ারি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ১২:২০ পিএম
জাবির ষষ্ঠ সমাবর্তন ২৫ ফেব্রুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তন ২৫ ফেব্রুয়ারি। দীর্ঘ সাত বছর পর আয়োজিত এ সমাবর্তনে ১৫ হাজার ২১৯ জন স্নাতক অংশ নেবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সমাবর্তন রেজিস্ট্রেশন কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন ১৫ হাজার ২১৯ জন স্নাতক। এদের মধ্যে নিয়মিত স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারী ১১ হাজার ৪৪৪ জন ও উইকেন্ড প্রোগ্রামের ৩ হাজার ৪৬১ জন। এ ছাড়া এমফিল-ডিগ্রির ৩৪ জন ও পিএইচডি সম্পন্নকারী ২৮০ জন রয়েছেন।

এবারের সমাবর্তনে ৩ ক্যাটাগরিতে মোট ১৬ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের সভাপতিত্বে সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!