• ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

ঢাবি থেকে ছাত্রলীগ তাড়ানোর ঘোষণা ছাত্রদল সভাপতির


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৫:৪২ পিএম
ঢাবি থেকে ছাত্রলীগ তাড়ানোর ঘোষণা ছাত্রদল সভাপতির

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বিতাড়িত করার ঘোষণা দিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। 

বুধবার (১৪ মে) দুপুরে ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে আয়োজিত সমাবেশে এমন ঘোষণা দেন তিনি।

ছাত্রদল সভাপতি বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ না। প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ। 

এ সময় উপাচার্যের পদত্যাগও দাবি করেন রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, “গত ১০ মাসে দুই শিক্ষার্থী হত্যার শিকার হয়েছেন। এই হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই এড়াতে পারে না প্রশাসন। আমরা অবিলম্বে সব হল ও ঢাবি প্রশাসনের সব পদ থেকে স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।”

এর আগে, মঙ্গলবার (১৩ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন। 

এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার (১৪ মে) সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি একটি মামলা করছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, তিন জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

Link copied!