এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তি পাচ্ছে ২৫ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ছয় হাজার ৪৮৯ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে মেধাবৃত্তি পেয়েছেন ৮৭৬ জন। বাকি পাঁচ হাজার ৬১৩ শিক্ষার্থী পেয়েছেন সাধারণ বৃত্তি।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ড সূত্র জানায়, মেধাবৃত্তিতে মনোনীত শিক্ষার্থীরা প্রতি মাসে ৬০০ টাকা এবং বছরে এককালীন ৯০০ টাকা পাবেন। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩৫০ টাকা করে পাবেন। এছাড়া বছরে এককালীন ৪৫০ টাকা পাবেন তারা। জিটুপি বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে যাবে।
চলতি বছর সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সাড়ে ২৫ হাজার জনকে দুই ক্যাটাগরিতে বৃত্তি দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৩ সালের জুলাই মাস থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত শিক্ষার্থীরা এ বৃত্তির টাকা পাবেন।
ঢাকা বোর্ড ছাড়াও ময়মনসিংহের ২৫০ জন, রাজশাহীর ৫০৫ জন, কুমিল্লার ২১৯ জন, সিলেটের ১০২ জন, বরিশালের ১১৯ জন, যশোরের ৩৮৭ জন, চট্টগ্রামের ২১৫ জন এবং দিনাজপুরের ৩২৭ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পাবেন।
সাধারণ বৃত্তি পাবেন সাড়ে ২২ হাজার শিক্ষার্থী। মেধাবৃত্তির মতো সাধারণ বৃত্তিতেও এগিয়ে ঢাকা। এ বোর্ড থেকে সাধারণ বৃত্তি পাচ্ছেন পাঁচ হাজার ৬১৩ জন।
অন্যদিকে, ময়মনসিংহের এক হাজার ৭৭০ জন, রাজশাহীর দুই হাজার ৯৪০ জন, কুমিল্লার দুই হাজার ৫৪৬ জন, সিলেটের এক হাজার ২৯৮ জন, বরিশালের এক হাজার ৩৯৫ জন, যশোরে দুই হাজার ৩৯৪ জন, চট্টগ্রামের দুই হাজার ৮১ জন, দিনাজপুরের দুই হাজার ৪৬৩ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন।






































