বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আজ ঢাকায় একত্রিত হচ্ছেন সরকারের ঘোষিত বাড়িভাড়া ভাতার হার ‘অপর্যাপ্ত’ উল্লেখ করে প্রতিবাদ জানাতে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক-কর্মচারীরা জড়ো হচ্ছেন।
শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণে আশ্বাস না পেলে আজকের সমাবেশ থেকেই সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হতে পারে।
আন্দোলনের সমন্বয়কারী ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, সরকার যে পরিমাণ বাড়িভাড়া ভাতা বাড়িয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা মূল বেতনের অন্তত ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি জানাচ্ছি। আজকের সমাবেশ সেই দাবির পুনরায় উচ্চারণ এবং পরবর্তী কর্মসূচির প্রস্তুতি।”
তিনি আরও জানান, সারাদেশ থেকে হাজারো শিক্ষক ইতোমধ্যে ঢাকায় এসেছেন। সরকার যদি দ্রুত প্রজ্ঞাপন জারি না করে, তবে তারা লাগাতার অবস্থান কর্মসূচি ও কর্মবিরতির দিকে যেতে বাধ্য হবেন।
এর আগে গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে সংগঠনটি। তখন তারা ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি ব্যবস্থা চালুরও দাবি জানিয়েছিল। পরবর্তীতে সেপ্টেম্বরে অর্ধদিবস ও পূর্ণদিবস কর্মবিরতি পালন করে আন্দোলন জোরদার করা হয়।
আজকের জমায়েতকে শিক্ষক নেতারা বলছেন—‘দাবি আদায়ের শেষ সতর্কবার্তা।’ যদি সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না আসে, তবে সোমবার থেকেই সারাদেশে শ্রেণিকক্ষে তালা ঝুলে যেতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।