বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির নিয়মে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এখন থেকে এমপিওভুক্তির আবেদন করা যাবে শুধুমাত্র বিজোড় মাসে (জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বর)। নির্দেশনাটি আজ (২৮ সেপ্টেম্বর) থেকেই কার্যকর হবে।
রোববার মাউশির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেশের ৯টি আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে। এর আগে চলতি মাসের ১১ সেপ্টেম্বর মাউশির মহাপরিচালক প্রফেসর আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী—
উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা প্রতি জোড় মাসের ৫ তারিখের মধ্যে প্রতিষ্ঠান কর্তৃক জমা দেওয়া আবেদন নিষ্পত্তি করবেন। জেলা শিক্ষা কর্মকর্তারা প্রতি জোড় মাসের ১২ তারিখের মধ্যে তা নিষ্পত্তি করবেন। আঞ্চলিক পরিচালক বা উপপরিচালকরা জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত আবেদনগুলো প্রতি জোড় মাসের শেষ দিনের মধ্যে নিষ্পত্তি করে মাউশির ইএমআইএস সেলে পাঠাবেন।
শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি প্রক্রিয়ায় শৃঙ্খলা ও স্বচ্ছতা আনার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।