দীর্ঘ ৪৫ ঘণ্টা অপেক্ষার পর শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ভোট গণনা শেষ হয় বলে জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আজ সন্ধ্যা ৭টায়।
এর আগে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মুনিরুজ্জামান এক সংবাদ সম্মেলনে জানান, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করায় এ দীর্ঘ সময় লেগেছে। তিনি বলেন, লাভ-লোকসান দেখে কাজ করছি না, বিধি অনুযায়ী দায়িত্ব পালন করছি।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোট দিয়েছেন প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ শিক্ষার্থী। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন, এজিএস পদে ১৬ জন এবং নারী প্রার্থী ছিলেন ৬ জন।
নির্বাচনে মোট আটটি পূর্ণ ও আংশিক প্যানেল অংশ নিলেও ভোট শুরুর পর কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ পাঁচটি প্যানেল ভোট বর্জন করে। বর্জনকারীদের মধ্যে রয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ, স্বতন্ত্রদের ‘অঙ্গীকার পরিষদ’, এবং আরও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী।
ভোটগ্রহণে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথ ব্যবহার করা হয়। এর মধ্যে আল বেরুনী হলে ২১০, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪, শহীদ সালাম-বরকত হলে ২৯৮, মওলানা ভাসানী হলে ৫১৪, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০, রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০, ২১ নম্বর হলে ৭৩৫, নজরুল হলে ৯৯২ এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে নির্বাচন কমিশনের এক সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারের পদত্যাগের গুঞ্জন সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এ বিষয়ে কোনো ফর্মাল পদত্যাগপত্র কমিশনে আসেনি, তাই এ নিয়ে আনুষ্ঠানিক তথ্য নেই।
সবশেষে অধ্যাপক মুনিরুজ্জামান বলেন, যারা নির্বাচন বর্জন করেছেন, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। কমিশনের এ বিষয়ে কিছু করার নেই।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
































