• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাকসু নির্বাচন: হাত দিয়েই শুরু হলো ভোট গণনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৮:১০ পিএম
জাকসু নির্বাচন: হাত দিয়েই শুরু হলো ভোট গণনা

সাময়িকভাবে বন্ধের পর পুনরায় শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা। তবে গণনা করা হচ্ছে ম্যানুয়ালিভাবে (হাত দিয়ে)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়।

এর আগে, বিকেলে নির্বাচন কমিশন জরুরি সভার আহ্বান করে ভোট গণনা বন্ধ রাখা হয়েছিল।

তবে ম্যানুয়ালি ভোট গণনা করায় ফলাফল প্রকাশ করতে বিলম্ব হচ্ছে। আজ রাতের মধ্যে ফল ঘোষণা করা হবে কি-না তাও নিশ্চিত নয়।

জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন। এর প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!