• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৪:৩২ পিএম
জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোঘণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাকসুর রোডম্যাপ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, ৩১ ডিসেম্বর জাকসু নির্বাচনের জন্য কমিশন গঠন ও ১০, ১৫ জানুয়ারিতে যথাক্রমে খসড়া ভোটার তালিকা, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়া, ২৫ জানুয়ারিতে নির্বাচনী আচরণ বিধি প্রনয়ণ করা হবে এবং ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জাকসু নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছিল বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো। রোববার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনসহ ২ দাবিতে আমরণ অনশনে বসেন শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান। ১৫ ঘণ্টা ধরে অনশনে থাকার পর রাত দেড়টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তার দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে তিনি অনশন কর্মসূচি থেকে সরে আসেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!