চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। উপজেলার ১২৭টি ভোট কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট কেন্দ্রে পুরুষদের থেকে নারী ভোটারদের উপস্থিতি বেশি।
রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে শীত উপেক্ষা করে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রত্যেক কেন্দ্রেই ব্যালট ও সিলের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সদর উপজেলার যে ইউনিয়নগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এগুলো হলো দাদশী ইউনিয়ন, আলীপুর ইউনিয়ন, পাচুরিয়া ইউনিয়ন, মিজানপুর ইউনিয়ন, শহীদওয়াহাবপুর ইউনিয়ন, বসন্তপুর ইউনিয়ন, সুলতানপুর ইউনিয়ন, রামকান্তপুর ইউনিয়ন, খানখানাপুর ইউনিয়ন, মুলঘর ইউনিয়ন, মিজানপুর ইউনিয়ন, বানিয়াবহ ইউনিয়ন, চন্দনী ইউনিয়ন, খানগঞ্জ ইউনিয়ন। বানিয়াবহতে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেফালি আক্তার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এ ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৫৪ জন। সাধারণ কাউন্সিলর প্রার্থী ৪৩৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১৫৭ জন।
জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান জানান, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে থাকবেন। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।