গোপালগঞ্জে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে রাজু শেখ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় ছেলেকে বাচাঁতে গিয়ে তার মা মিলি বেগম (৩৫) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২০ নভেম্বর) দুপুরে জেলা শহরের বেদগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
রাজু শেখ গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম এলাকার সাকায়েত শেখের ছেলে। সে বেদগ্রামের হাজী নাদের আলী সাদেক আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
এলাকাবাসী জানান, বাড়ির পাশে পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচে মাছ ধরতে নামেন রাজু। বিদ্যুৎ সংযোগ থেকে পানি বিদ্যুায়িত হলে রাজু পুকুরে নামার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়। এ সময় তার আত্মচিৎকারে মা মিলি বেগম এগিয়ে যান। ছেলেকে বাচাঁতে গেলে তিনিও বিদ্যুায়িত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজু শেখকে মৃত ঘোষণা করেন। মিলিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জীব কুমার ধর বলেন, হাসপাতালে আনার আগেই রাজুর মৃত্যু হয়েছে। রাজুর মা মিলি বেগমকে চিকিৎসাধীন।