টাঙ্গাইলে পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রসুলপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন ট্রাক মালিক আব্দুল মান্নান, ট্রাক চালক মোরশেদ এবং হেলপার ইউসুফ। এ সময় ২১৪ দশমিক ৬০ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে।
টাঙ্গাইল বন বিভাগের স্টেশন অফিসার সোলায়মান হোসেন বলেন, ভোরে মহাসড়ক দিয়ে কাঠ ভর্তি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটিকে সিগন্যাল দিলে না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে রসুলপুর এলাকা থেকে আটক করা হয়। তাদের কাছে বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। ট্রাক ও কাঠ বন বিভাগে রাখা হয়েছে।