• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০৮:৫৩ এএম
চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন

চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। 

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ উদ্দিন জানান, গার্মেন্টস ঝুটের গোডাউনে আগুন লাগার কারণে তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। পাশাপাশি তিনটি গোডাউনে আগুন লেগেছে। 

ফরিদ উদ্দিন আরও জানান, ঠিকমতো পানি পাওয়া যাচ্ছে না, তাই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। 

আতুরার ডিপো নাজেরিয়া এলাকায় দুইতলা একটি ভবনে ঝুটের গুদামে ভোরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে।

Link copied!