• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ


সাভার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩, ০২:২২ পিএম
আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

আশুলিয়ায় তৃতীয় দিনের মতো বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক দফায় টিয়ারশেল নিক্ষেপ করে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়ার ইউনিক, শিমুলতলা, জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও ঘোষবাগ এলাকায় শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা যায়।

শ্রমিকরা জানান, বাজারে সব কিছুরই দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাদের পারিশ্রমিক সেই অনুপাতে বাড়ানো হয়নি। তাই পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে এ বিক্ষোভ করছেন শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক দফায় টিয়ারশেল নিক্ষেপ করেছে। ফলে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কসহ দুই পাশে থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনার পর ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রাখেন।

এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল বলেন, “জামগড়া এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নরসিংহপুর, জিরাবো এলাকার বিভিন্ন কারখানায় হামলা চালিয়েছে শ্রমিকরা। আমাদের টিম সেখানে গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।” 

Link copied!