• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

দুই কেজি আইস ফেলে পালাল পাচারকারী


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪, ০৯:২৯ এএম
দুই কেজি আইস ফেলে পালাল পাচারকারী
টেকনাফে উদ্ধার করা আইস। ছবি: সংগৃহীত

কক্সবাজারে টেকনাফের নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে পাচারের জন্য আনা দুই কেজির বেশি ক্রিস্টাল মেথ আইস ফেলে পালিয়েছে পাচারকারী।

সোমবার (২৯ জানুয়ারি)রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মির্জা জোড়া খাল নামক এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এসব আইস উদ্ধার করে।  

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

মহিউদ্দীন আহমেদ বলেন, রাতে নাফ নদীর মির্জা খাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে বিজিবি সতর্ক অবস্থান নেয়। একপর্যায়ে এক ব্যক্তিকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে নাফ নদীর মির্জা জোড়া খালের দিকে আসতে দেখে বিজিবির সদস্য থামার নির্দেশ দেন।

তিনি জানান, এ সময় পাচারকারী সঙ্গে থাকা প্লাস্টিকের ছোট একটি ব্যাগ ফেলে ঘন কেওড়া বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে ব্যাগটি খুলে দুই কেজি ১০৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুত রাখা হয়েছে।

Link copied!