• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

মেঝেতে স্ত্রীর লাশ, পাশেই ঝুলছিল স্বামীর মরদেহ


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ১৪, ২০২৩, ০৩:১৪ পিএম
মেঝেতে স্ত্রীর লাশ, পাশেই ঝুলছিল স্বামীর মরদেহ

সিরাজগঞ্জের কামারখন্দে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রোববার (১৪ মে) দুপুরে কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার কর হয়।

নিহতরা হলেন ওই গ্রামের ছবের মোল্লার ছেলে শফিকুল মোল্লা (২২) ও তার স্ত্রী নুরী খাতুন (১৯)।

শফিকুলের পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে রাজমিস্ত্রি শফিকুল মোল্লা তৃতীয় স্ত্রী হিসেবে নুরি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। শনিবার (১৩ মে) রাতে পারিবারিক জটিলতার কারণে উভয়ের মধ্যে ঝগড়া হয়। রোববার সকালে ঘর থেকে স্বামী-স্ত্রী কেউ বের না হওয়ায় শফিকুলের বাবা ঘবের দরজা ভেঙে তাদের লাশ দেখতে পান।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী প্রধান বলেন, রাতে খাবার খেয়ে ঘুমাতে যায় শফিকুল ও তার স্ত্রী নুরী। সকালে তারা ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাদের ডাকতে শুরু করে। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে মেঝেতে নুরী ও পাশেই স্বামী শফিকুলের মরদেহ ঝুলে থাকতে দেখেন।

ওসি আরও বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।”

Link copied!