• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

‘আবারও জ্বালাও-পোড়াও রাজনীতি শুরু হতে পারে’


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: মে ১, ২০২৩, ০৮:৩৫ পিএম
‘আবারও জ্বালাও-পোড়াও রাজনীতি শুরু হতে পারে’

দেশে আবারও জ্বালাও-পোড়াও রাজনীতি শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, “নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। তাই সকলকে চোখ-কান খোলা রাখতে হবে।”

সোমবার (১ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পানিয়ারুপে সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার অবৈধ উল্লেখ করে আনিসুল হক বলেন, “বর্তমান সরকার সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করেছে। সেই নির্বাচনে যদি কেউ না আসে, আর নির্বাচনে যাওয়ার সময় কেউ অগ্নি সন্ত্রাস করে তাহলে সে দোষ আওয়ামী লীগের বা জনগণের নয়। আগামী ২০২৪ সালে নির্বাচন কমিশন যেদিন সময় দেবেন সেই দিনই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

বিএনপি চেয়ারপারসনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, “দুর্নীতির দায়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা মামলায় বেগম খালেদা জিয়ার কারাদণ্ড হয়েছে। জননেত্রী শেখ হাসিনার মহানুভবতায় তাকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি দেওয়া হয়। শর্তানুযায়ী তিনি দেশে চিকিৎসা নেবেন, বিদেশে যেতে পারবেন না।”

Link copied!