ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকার কাছে রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি বাসে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে ‘আল্লাহ ভরসা’ পরিবহনের বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে গেলেও বড় ধরনের ক্ষতি হয়নি।
বাসচালক নাসির জানান, আমি আর হেলপার দু’জনেই ঘুমিয়ে ছিলাম। কারা আগুন দিয়েছে দেখিনি। এখন থেকে আর রাস্তার পাশে গাড়ি রেখে ঘুমাব না।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, বাসটি রাসেল গার্মেন্টসের শ্রমিক পরিবহনের কাজে ব্যবহৃত হয়। চালকের সিটের সামনে আগুন ধরতে দেখে স্থানীয়রা দ্রুত আমাদের খবর দেন। তবে আমাদের ইউনিট পৌঁছানোর আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলায় বড় ক্ষতি হয়নি।
তিনি জানান, কেবল কয়েকটি সিট পুড়ে গেছে, কিন্তু বাসের কাঠামোগত ক্ষতি হয়নি।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, চালক ও হেলপারের দ্রুত সাড়া দেওয়ার কারণে বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। কারা আগুন দিয়েছে তা শনাক্ত করতে আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি।









-20251116170513.jpg)





























