মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল কর্তৃক নিয়োজিত রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকার্য তিনি ‘স্বচ্ছ ও সুষ্ঠু’ বলেই মনে করেন। সেইসঙ্গে তার মক্কেল খালাস পেলে তিনিই সবচেয়ে বেশি খুশি হতেন বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনজীবী আমির হোসেন বলেন, আমি একজন আইনজীবী হিসেবে আমার মক্কেলের খালাস চাই—এটাই স্বাভাবিক প্রত্যাশা। এত মাস ধরে যে মামলাটি লড়ছি, রায়ে তিনি মুক্ত হলে আমার আনন্দই সবচেয়ে বেশি হবে।
শেখ হাসিনার সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি জানান, আমি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করিনি, আইনগতভাবেও সে সুযোগ নেই। তার পক্ষ থেকেও কেউ কখনো সহায়তা করার চেষ্টা করেননি—সেটা করলেও আমার জন্য সুবিধা হতো। তবে আইনের বিধান যেটুকু অনুমতি দেয়, সেটুকুর মধ্যেই কাজ করেছি।
তিনি আরও বলেন, বিচার ভালোভাবে হয়েছে, স্বচ্ছ হয়েছে—এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমরা নিজেদের বক্তব্য দিয়েছি, প্রসিকিউশন তাদেরটা বলেছে। এখন বিচারিক সিদ্ধান্ত দেবেন মাননীয় ট্রাইব্যুনাল।
রাজসাক্ষী হিসেবে আসা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি আমার মক্কেল নন। তাই তার বিষয়ে মন্তব্য করাটা সমীচীন হবে না।
শেখ হাসিনার সাক্ষাৎকারে গুলিবর্ষণ সংক্রান্ত বক্তব্য তার আইনজীবীর সাবমিশনের সঙ্গে মিলেছে—এমন প্রশ্নে তিনি সংক্ষেপে বলেন, সব পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরবে। তথ্য-প্রমাণ যাচাই করবে ট্রাইব্যুনালই।






























