• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাজধানীতে ‘ড্রামভর্তি মরদেহ’র পরিচয় মিলেছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৮:৩৮ পিএম
রাজধানীতে ‘ড্রামভর্তি মরদেহ’র পরিচয় মিলেছে

রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে দুটি নীল ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আশরাফুল হক (৪১)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ড্রাম দুটি থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

ডিসি মাসুদ জানান, “দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে একটি ভ্যানে করে দুই ব্যক্তি এসে ড্রাম দুটি রাস্তার পাশে রেখে যায়। স্থানীয়রা এতটুকু তথ্য দিতে পেরেছেন। সন্ধ্যার দিকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে পুলিশে খবর দেন তারা।”

পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ড্রাম খুললে চালের ভেতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহের বিভিন্ন খণ্ড পাওয়া যায়।

তিনি আরও জানান, সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে মরদেহের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে। পরবর্তীতে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহাদাত হোসেন নামে এক ব্যক্তি জানান, “পুলিশ এসে ড্রাম খুলতে বললে আমি খুলে দেখি ভেতরে চাল আর কালো পলিথিন। এরপর খণ্ডিত মরদেহ দেখতে পাই। দুটি ড্রামেই মরদেহের অংশ ছিল।”

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, দু-এক দিন আগে হত্যা করে মরদেহ খণ্ডিত করে ফেলা হয়। পরে সেটি ড্রামে ভরে জাতীয় ঈদগাহ এলাকার পাশে ফেলে দেওয়া হয়।

নিহত আশরাফুল হক রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. আব্দুর রশিদ, মায়ের নাম মোছা. এছরা খাতুন।

ডিসি মাসুদ জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ড্রাম ফেলে যাওয়া দুই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

Link copied!