• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘রাতে প্রযোজক ও অভিনেতারা এসে দরজায় কড়া নাড়তেন’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৮:৫৪ পিএম
‘রাতে প্রযোজক ও অভিনেতারা এসে দরজায় কড়া নাড়তেন’
বলিউড অভিনেত্রী রেণুকা সাহানে এবং রাবিনা ট্যান্ডন

বলিউডে কাজ করতে গিয়ে শুটিংয়ে যৌন হেনস্তার শিকার হওয়া নতুন কিছু নয়। এ সময় নারীদের নিরাপত্তার জন্য অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হতো বলে জানিয়েছেন অভিনেত্রী রেণুকা সাহানে। হাম আপকে হ্যায় কন, সার্কাসের মতো জনপ্রিয় শোয়ের জন্য পরিচিত এই অভিনেত্রী তার ক্যারিয়ার শুরুর দিকের এক ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কিভাবে এক প্রযোজক তাকে অশালীন প্রস্তাব দিয়েছিলেন এবং কিভাবে তার সহ-অভিনেত্রী রাবিনা ট্যান্ডনকেও শুটিংয়ের সময় নিরাপত্তার জন্য অতিরিক্ত সাবধানতা নিতে হতো।

সাক্ষাৎকারে রেণুকা বলেন, ‘একজন বিবাহিত প্রযোজক আমার বাড়িতে এসেছিলেন এবং বলেছিলেন, তিনি চান আমি যেন একটা শাড়ির ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হই। কিন্তু এর বিনিময়ে তিনি প্রস্তাব দেন, আমি যেন তার সঙ্গে থাকি আর এর জন্য তিনি আমাকে প্রতি মাসে ভাতা দেবেন। এটা শুনে আমার মা আর আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’

প্রযোজকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও অনেক ক্ষেত্রেই প্রতিশোধের মুখে পড়তে হয় শিল্পীদের।

এমন কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকে যদি প্রযোজকের প্রস্তাব না মানে, তখন তাদের নিয়ে কাজ না করার জন্য অন্যদেরও বলে দেওয়া হয়। এটা একটা বিপজ্জনক দিক।’ 

রেণুকার মতে, অভিযোগ জানালেও ভুক্তভোগীদের ওপর আরো চাপ ও প্রতিশোধমূলক আচরণ করা হয়। ‘এটা এক ধরনের ক্লাব, যারা ভুক্তভোগীকেই আরো বেশি হয়রানি করে’, তিনি যোগ করেন।

তিনি জানান, মিটু আন্দোলনের প্রভাব সময়ের সঙ্গে কমে গেছে। এখন দেখা যাচ্ছে, যারা অভিযুক্ত ছিলেন, ৫-৬ বছর পর আবার খুব ভালো কাজ করছেন। যদি কোনো মামলা না থাকে, তাহলে মানুষ উল্টো অভিযোগকারীকে প্রশ্ন করে বসে। 

রেণুকা আরো জানান, একসময় রাবিনা ট্যান্ডনকেও নিজের নিরাপত্তার জন্য চরম সাবধানতা নিতে হতো। তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘রাবিনা তখন বড় নায়িকা, তবু আউটডোর শুটিংয়ে আমরা প্রতিদিন হোটেলের ঘর বদলাতাম, যাতে কেউ জানতে না পারে আমরা কোন রুমে আছি। কারণ রাতে অনেক প্রযোজক বা অভিনেতা দরজায় কড়া নাড়তেন।’ 

এসব অভিজ্ঞতা তাকে আজও নাড়া দেয় এবং মনে করিয়ে দেয় যে গ্ল্যামার জগতের উজ্জ্বল আলোয়ের আড়ালে কতটা অন্ধকার লুকিয়ে থাকে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!