পরকীয়ার জেরে সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত জরেজুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, হত্যার পর লাশ টুকরো করে ২৬ ভাগে বিভক্ত করা হয়েছিল। এ ঘটনার মূলহোতা জরেজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।




























