• ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন ও তার ভাই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৬:৩৪ পিএম
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন ও তার ভাই

হুমকি ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া তাদের জামিন মঞ্জুর করেন।

মেহজাবীনের আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেন, ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে মেহজাবীন তাকে নতুন একটি পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখান। এরই ধারাবাহিকতায় তিনি নগদ এবং বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা বিনিয়োগ করেন।

অভিযোগে বলা হয়, দীর্ঘ সময় পার হলেও ব্যবসা শুরুর কোনো উদ্যোগ নেননি অভিনেত্রী ও তার ভাই। একাধিকবার টাকা ফেরত চাইলে তারা সময়ক্ষেপণ করতে থাকেন।

গত ১১ ফেব্রুয়ারি টাকা দাবির বিষয়ে যোগাযোগ করতে গেলে আমিরুলকে ১৬ মার্চ হাতিরঝিল সংলগ্ন একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। তিনি সেখানে গেলে মেহজাবীন, তার ভাই এবং আরও কয়েকজন উপস্থিত হয়ে তাকে গালিগালাজ ও ভয়ভীতি দেখান বলে অভিযোগে উল্লেখ করা হয়। এমনকি তাকে বাসার সামনে দেখা গেলে ‘জানে মেরে ফেলার’ হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন বাদী।

ঘটনার পর তিনি ভাটারা থানায় গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। এরপর ২৪ মার্চ ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!