কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রভাব পড়েনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জ অংশে যান চলাচল ছিল একেবারেই স্বাভাবিক। শিমরাইল, মৌচাক ও সাইনবোর্ড এলাকায় সকাল ৮টার পর থেকেই দেখা গেছে নিয়মিত যানবাহনের চলাচল ও জনসাধারণের স্বাভাবিক গতি।
সকালে সরেজমিনে দেখা যায়—মহাসড়কে স্থানীয় বাস, ট্রাক, পিকআপ ও প্রাইভেটকার নির্বিঘ্নে চলাচল করছে। তবে দূরপাল্লার যাত্রীবাহী বাসের সংখ্যা তুলনামূলকভাবে কম। পথচারীরাও নির্ভয়ে যাতায়াত করছেন, কোথাও কোনো বিশৃঙ্খলা বা নাশকতার খবর পাওয়া যায়নি।
নিরাপত্তা নিশ্চিত করতে পুরো নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশের তথ্যমতে, ৪৮৩ জন সদস্য সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন। যদিও শিমরাইল থেকে সাইনবোর্ড পর্যন্ত সরেজমিনে কোনো স্থায়ী চেকপোস্ট দেখা যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, “আজ যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও মহাসড়কে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিয়মিত টহল চলছে এবং জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করেই আমরা কাজ করছি।”
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, “পুরো জেলাজুড়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। নাশকতা প্রতিরোধে পাঁচ শতাধিক পুলিশ সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়েছেন। পাশাপাশি একাধিক চেকপোস্ট ও মোবাইল টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।”






































