• ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ছাত্রলীগ-আ.লীগের নেতা গ্রেফতার, মুক্তির দাবিতে থানার সামনে মিছিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৩:২১ পিএম
ছাত্রলীগ-আ.লীগের নেতা গ্রেফতার, মুক্তির দাবিতে থানার সামনে মিছিল

কিশোরগঞ্জের করিমগঞ্জে নিষিদ্ধঘোষিত এক ছাত্রলীগ নেতা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে পৌর এলাকার মোরগমহাল থেকে তাদের গ্রেফতার করা হয়। রাত ৯টার দিকে তাদের মুক্তির দাবিতে করিমগঞ্জ থানার সামনে মিছিল করেছেন দলের কর্মী ও সমর্থকরা।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম সিরাজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, সদস্য শাহজাহান ও খায়রুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাদের গ্রেফতারের খবর পেয়ে রাত ৯টার দিকে শতাধিক ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী থানার সামনে মিছিল করে তাদের মুক্তি দাবি করেন। এ অবস্থায় গ্রেফতারকৃতদের প্রিজনভ্যানে তোলার সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। মিছিলটি পরে থানার সামনের ব্রিজে বেশ কিছুক্ষণ অবস্থান করে। কিছুক্ষণ পর বিএনপির কিছু নেতাকর্মী এসে পাল্টা স্লোগান দিতে থাকেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

খবর পেয়ে রাত ১১টার দিকে থানায় গিয়ে ওসিকে পাওয়া যায়নি। তবে ডিউটি অফিসার এসআই রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তিন জনের বিরুদ্ধে মামলা রয়েছে। পুলিশের কাছে তথ্য ছিল, তারা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। তাদের মুক্তির দাবিতে থানার সামনে মিছিল করেছেন দলের কর্মী ও সমর্থকরা। রাত ১০টার দিকে গ্রেফতারকৃতদের জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Link copied!