• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

মোবাইল ফোন কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ০৩:২০ পিএম
মোবাইল ফোন কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

রাজশাহীর মোহনপুরে মোবাইল ফোন কিনে না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে বিষপান করেছে সামিউল ইসলাম (১৩) নামের এক কিশোর।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে মোহনপুর থানা-পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

সামিউল ইসলাম উপজেলার বি-হাটরা গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে সামিউল তার মায়ের কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে চাচ্ছিলেন। কিন্তু তার মা মোবাইল ফোন কিনে দিতে রাজি হননি। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী বাগানে গিয়ে বিষপান করেন সামিউল। পরে স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বাদশাহ বলেন, “খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।”

Link copied!