• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

কাউন্সিলরের সুপারিশ নিয়ে পাসপোর্ট অফিসে রোহিঙ্গা যুবক


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩, ০৮:১১ পিএম
কাউন্সিলরের সুপারিশ নিয়ে পাসপোর্ট অফিসে রোহিঙ্গা যুবক
আটক রোহিঙ্গা যুবক মো. সবুজ। ছবি- সংবাদ প্রকাশ

কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে মো. সবুজ নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বিকেলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক সবুজ কুষ্টিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ঢাকা ঝালুপাড়া গ্রামের ঠিকানা ব্যবহার করেছেন। এতে বাবার নাম মো. খেদের আলী ও মাতা মরিয়ম বেগম লিখেছেন। 

সাজ্জাদ হোসেন আরও বলেন, বুধবার দুপুরে সবুজ আবেদনপত্র জমা দেন। আবেদনপত্রের সঙ্গে নিজের ভোটার আইডি কার্ড এবং কুষ্টিয়ার পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ সঞ্জুর সুপারিশকৃত পৌরসভার নাগরিক সনদ দাখিল করেন। পরে আবেদনকারীকে পাসপোর্ট অফিসের কর্মকতা হাসান আলীর সন্দেহ হয়। এরপর তদন্তের মাধ্যমে রোহিঙ্গা ব্যক্তিকে শনাক্ত করে তাৎক্ষণিক পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে সুপারিশের বিষয়ে প্রশ্ন করা হলে পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু জাহিদ সঞ্জু বলেন, “আমি বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পৌরসভায় গিয়ে হার্ড কপি দেখে বুঝতে পারব। এ বিষয়ে এখন কিছু বলতে চাচ্ছি না।”

Link copied!