• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস দোকানে, আহত ১২


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪, ০৯:৩৭ এএম
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস দোকানে, আহত ১২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ঢুকে পড়েছে। এতে বাসযাত্রীসহ ১২ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার চৌমুহনী-সোনাইমুড়ী সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আহত ব্যক্তিদের মধ্যে ১০ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে আবদুর রহিম (৫০), গোপাল আশ্চর্য (৫০) ও নজরুল ইসলামের (৩৫) অবস্থা গুরুতর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনাইমুড়ী থেকে মাইজদীগামী জননী পরিবহনের একটি বাস পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে স্থানীয় মকুলের ফার্মেসি ও রশীদের মুদিদোকানে ঢুকে পড়ে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

আহত হন ফার্মেসি মালিক, মুদিদোকানি ও বাসের ১০ যাত্রী। এছাড়া পল্লী বিদ্যুতের দুটি খুঁটি ক্ষতিগ্রস্ত হলে কিছু এলাকায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার জানান, আহতদের মধ্যে পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনি পদক্ষেপ নেবেন বলে জানান ওসি আনোয়ারুল ইসলাম।

Link copied!