• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে : আইনমন্ত্রী


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৩, ০১:২৩ পিএম
আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, “আগামী দ্বাদশ সংসদ নির্বাচন দেশের সংবিধান অনুযায়ীই হবে। যারা এই সংবিধান মানে না, তাদের নিজেদের দেশের নাগরিক বলাটা সঠিক হবে না।”

শুক্রবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমরা দেশের সংবিধান মেনে চলি জানিয়ে আনিসুল হক বলেন, “৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধ হয়ে দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই সংবিধান উপহার দিয়েছিলেন। আমরা সেই সংবিধান মেনেই নির্বাচন করব।”

বিএনপির পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপির নেতারা অনেক কথাই বলতে পারেন।”

আখাউড়া স্টেশনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন এক উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত হয়েছে। আমরা শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী তার নেতৃত্বে কাজ করব এবং ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।”

Link copied!